দক্ষ শ্রমিক পাবেন সহকারী অ্যাপ এ

সম্প্রতি শেষ হওয়া সফটওয়্যার মেলায় সহকারী ডট কম লিমিটেড উদ্বোধন করল “সহকারী অ্যাপ” । যা বাংলাদেশের প্রথম গিগ-ইকোনমি স্টার্টআপ এবং অ্যাপ ব্যাবহারকারীদের সরাসরি দক্ষ ও শ্রমজীবী মানুষদের কাছ থেকে সরাসরি সেবা গ্রহন করার সুযোগ করে দেবে। অ্যাপ ব্যবহারকারীরা যে কোন ধরনের কাজ করানোর দক্ষ কর্মী খুঁজে পেতে পারেন এর মাধ্যমে । যেমন অফিস বা প্রাইভেট সহকারী, ঘরবাড়ি পরিস্কার এর কাজ, গ্রিহকর্মী, যে কোন ধরনের মেরামত, আইটি ও ফ্রীলান্সিং, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, পার্ট টাইম / ফুল টাইম কর্মী ও আরও অনেক ধরনের কাজ করাতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ডিরেক্টর দিদারুল আলম,  সিইও তাসনুবা লিয়া, সহকারী ডট কম। এটি  একটি সোশাল এন্টারপ্রাইজ যা হেল্পিং হিউম্যান ফাউন্দেশন ও এশিয়ান ইনফর্মেশন টেকনলজি লিমিটেড এর যৌথ উদ্যোগ।

তাসনুবা লিয়া, জানান আমরা বাংলাদেশে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করার মাধ্যমে লাখো বেকারদের কর্ম সংস্থানের বাবস্থা করে দিতে কাজ করছি । দক্ষ কর্মীরা এখন সহজেই সরাসরি বিভিন্ন কাজে, পার্ট টাইম বা ফুল টাইম, নিযুক্ত হতে পারে। এটি ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে অবদান রাখবে এবং এ কারণে এটি জাতীয় স্বার্থের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

এ সেবাটি ব্যবহার করতে ব্যবহারকারীরা www.Shohokari.com অথবা Google Play বা Play Store এ সহকারী অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন এবং বিভিন্ন ধরনের কাজ করাতে পারেন।

Share This:

*

*