তারানা হালিম সিঙ্গাপুর যাচ্ছেন

সিঙ্গাপুর যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বাংলাদেশে ফেইসবুক এডমিন প্যানেলের জন্য সামাজিক নেটওয়ার্ক সাইটের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টার অংশ হিসেবে সিঙ্গাপুরে ফেইসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। আগামী  ১২ জানুয়ারি ওই বৈঠকে অংশ নেবেন প্রতিমন্ত্রী।

সফরকালে তিনি মাইক্রোসসফট এবং কয়েকটি টেলিযোগাযোগ কোম্পানিও পরিদর্শন করবেন। ফেইসবুকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের অংশ হিসেবে সিঙ্গাপুর ও মালোশিয়া দু’দেশের টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তিনি টেলিটককে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে একটি হাইপারফরম্যান্স বিজনেস মডেল চালু করতে তাদের কাছে পরামর্শ চাইবেন।

গত ৬ ডিসেম্বর ফেইসবুক দক্ষিণ এশীয় পাবলিক পলিসি ম্যানেজার দীপালী লিবারহেন এবং দক্ষিণ এশিয়ায় আইন প্রয়োগ বিশেষজ্ঞ বিক্রম লঙ্গে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারানা হালিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য ২২ নভেম্বর বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণে ফেসবুক এবং কয়েকটি সামাজিক নেটওয়ার্কের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। ১০ ডিসেম্বর এটি তুলে নেয়া হয়।

Share This:

*

*