বাংলাদেশের আইটি-আইটিইএসের স্থানীয় খাত নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান এভারেস্ট গ্রুপের একটি গবেষণা পত্রের নানান দিক তুলে ধরার জন্য আজ বৃহস্পতিবার রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। মুলত আজই এই গবেষনা পত্রটি প্রকাশ করা হয়। বাংলাদেশের বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার ও বেসরকারি তথ্য বিশ্লেষণ করে নিজস্ব এ গবেষণা করে এভারেস্ট গ্রুপ। দেশের ইতিবাচক দিকগুলোই গবেষণাপত্রে প্রতীয়মান হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে তা আমাদের উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে পাশাপাশি এটি বিনিয়োগকারীদের কাছে দেশের ভাবমুর্ত্তি বাড়াবে। সংবাদ সম্মেলনে জানানো হয় বছরের শেষ নাগাদ স্থানীয় আইটি-আইটিইএস খাত নয় হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। ২০২৫ সাল নাগাদ তা প্রায় ৪৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে। এবং বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও আফ্রিকার দেশগুলোতে আইটি-আইটিএস সেবা দেওয়া হচ্ছে বলেও জানান হয় আজকের সংবাদ সম্মেলনে। পাশাপাশি গবেষণাপত্রটি বিভিন্ন মাধ্যমে সবার কাছে পৌছানোরও ব্যাপারেও সদুত্তর পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের রয়েছে দক্ষ কর্মী তৈরিতে প্রচুর আগ্রহ। যা কিনা দেশটিকে আর সামনের দিকে এগিয়ে নিচ্ছে। বিনোয়গকারীদের উদ্দেশ্য খুব জোড়ালো ভাবেই প্রতিবেদটিতে কম খরচে ব্যবসা এবং দক্ষ কর্মী পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এভারেস্ট গ্রুপের কর্মকর্তা ও দেশের তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ। দেশের প্রয়োজনে এবং দেশের সামগ্রিক উন্নয়নে এসব প্রতিবেদন চালু রাখার প্রযোজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন তথ্য প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।