ঢাকায় হবে ই-কমার্স উৎসব

ই-কমার্সকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় করারউদ্দেশ্যে আগামী ২৬-২৮ মে ২০১৬ ঢাকারধানমন্ডিস্থ সেলিব্রেটিকনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী ই-কমার্স উৎসবের আয়োজন করা হয়েছে।উৎসবের বিস্তারিত জানাতে আজ বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনেউপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান সার্চিং ইনফিনিটির ব্যবস্থাপনা পরিচালক খান শোয়োব মোস্তফা শুভ্র, সহযোগী প্রতিষ্ঠান ই-সেবীর প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন, হ্যালো ইভেন্টস ডট কম এর প্রধাননির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, সার্চিং ইনফিনিটির পরিচালক আজাদ খান, গোলামরসুলখান ও  ফ্যাশন ফেস্টিভাল এর নির্বাহী সম্পাদক সাঈদুল ইসলাম রাহী।

উৎসবের প্রধান আকর্ষণ হল ক্ষুদ্র ও মাঝারী শিল্পের নারী ও পুরুষ উদ্যোক্তাদের পণ্য ও সেবার প্রদর্শনী ও বিপনন।  যেখানে দর্শনার্থী ও ক্রেতা সাধারন তাদের পছন্দ অনুযায়ী পণ্য ও সেবা ক্রয় করতে পারবেন। উৎসব উপলক্ষ্যে প্রতিটি স্টলেই থাকবে বিশেষঅফার।

বর্তমানে অনলাইন ভিত্তিকএবং অফলাইন বাজার ঘিরে অনেক ছোট বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে ।পরিচিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অপরিচিত প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে তাদের জায়গা করে নিচ্ছে।  কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানই সঠিক তথ্যের অভাবে তাদের পণ্যের প্রচার ও বিপনন ঠিক ভাবে করে উঠতে পারছে না।

তারই ধারাবাহিকতায়, ই-কমার্সের প্রয়জনীয়তা উপলব্ধি করতে পেরে পবিত্র রমজান ও ঈদ কে সামনে রেখে সার্চিং ইনফিনিটির পক্ষ থেকে এ  উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের এবং বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাগণ অংশগ্রহণ করছেন যারা ক্রেতা ও গ্রাহকদের সাথে সরাসির যোগাযোগের পাশাপাশি ই-কমার্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছেন। এছাড়াও থাকছে প্রতিদিন উদ্যোক্তাদের আড্ডা। যার মাধ্যমে  ই-কমার্স নিয়ে উদ্যোক্তাদের ভাবনা, চ্যালেঞ্জও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং দর্শনার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু উঠে আসবে। এছাড়াও আয়োজন করা হয়েছে ই-কমার্স বিষয়ককর্মশালা, সেমিনার ও বি-টু-বি সভার। এসব আয়োজন থেকে প্রাপ্ত তথ্য, পরামর্শ ও সুপারিশমালা প্রতিবেদন আকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ নীতি-নির্ধারকদের নিকট পেশ করা হবে। মেলায় ৫০টির অধিক স্টল বরাদ্দ দেওয়াহয়েছে তম্মধ্যে ৩০টির অধিক থাকছে নারী উদ্যোক্তাদের। এছাড়া মেলাতে থাকছে বিভিন্ন আইটি ফার্ম, কম্পিউটার গেজেট, তৈরি পোষাক শিল্প, পাটশিল্প,  কুটিরশিল্প, বুটিকশিল্প। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টাপর্যন্ত।
আজসকাল ১১ টায়বাংলাদেশ আইসিটিজার্নাালিস্ট ফোরামে এক সংবাদ সম্মেলনেবিভিন্নগণমাধ্যমকর্মীদেরউপস্থিতিতেউৎসবসম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।

Share This:

*

*