গ্লোবাল ব্র্যান্ড নিয়েএলো ডেল ইন্সপাইরন এন ৭৩৭০ ল্যাপটপ যাতে রয়েছে অষ্টম জেনারেশন ইন্টেল কোরআই৭ – ৮৫৫০ইউ এবংআই৫- ৮২৫০ইউ প্রসেসর। ১৩.৩ ইঞ্চি ফুলএইচডি আইপিএস ট্রু লাইফ এলইডি ব্যাক কিট ন্যারো বর্ডার ডিসপ্লে, ইনফ্রারেড ক্যামেরা এবং ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন সমৃদ্ধ ল্যাপটপ। এতে আরও আছে ৮ জিবি মেমোরি ও ২৫৬ জিবি সলিড স্টেটহার্ড ড্রাইভ। সাথে থাকছে ১ বছরের ব্যাটারি ও এডাপ্টর ওয়ারেন্টি এবং ২ বছরের ল্যাপটপ ওয়ারেন্টি।রুপালী রং এর ল্যাপটপটির দাম ১,১৪,৫০০ টাকা।