ডিজিটাল হতে যাচ্ছে বাংলালিংক

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মরকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক এরিক অস বলেন, ‘বাংলালিংক ডিজিটাল হতে যাচ্ছে। আমরা পুরোনো দিনের কোম্পানি হয়ে থাকতে চাই না । এজন্যই কোম্পানির কাঠামোতে পরিবর্তন আসছে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলালিংকের সিইও হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হন এরিক অস। দেশের দ্বিতীয় বৃহৎ অপারেটর হিসেবে বাংলালিংকের ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান কর্মী অসন্তোষ, বাজার প্রতিযোগিতাসহ টেলিযোগাযোগ খাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এরিক অস বলেন, ‘প্রথাগত মোবাইল অপারেটর হিসেবে টিকে থাকার দিন শেষ। ইন্টারনেট, স্মার্টফোনসহ ডিজিটাল সেবার প্রতি আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করতে তাই আমরা এখন নিজেদের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করছি।’

চলমান কর্মী অসন্তোষের বিষয়ে বাংলালিংক সিইও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু কর্মী ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে আমাদের যে ভিশন, এর সঙ্গে একাত্ম হতে পারছেন না। তাঁদের জন্য আমরা সম্মানজনক প্রস্থানের ব্যবস্থা করেছি।’
ট্রেড ইউনিয়নের বিষয়ে এরিক অস বলেন, ‘আমরা বাংলাদেশের শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনে কোনো কর্মী যদি ট্রেড ইউনিয়ন করতে চান, আর শ্রম মন্ত্রণালয় যদি সেটা অনুমোদন করে, তাহলে এ ব্যাপারে আমাদের আপত্তি নেই।’

রবি-এয়ারটেল একীভূতকরণ, তরঙ্গের ব্যবহার, থ্রিজি নেটওয়ার্ক বাড়াতে বাংলালিংকের পরিকল্পনা ও অবস্থানের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন এরিক অস।

অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) শিহাব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This:

*

*