ডিজিটাল ওয়ার্ল্ডের সেমিনার বিদ্যুৎ প্রতিমন্ত্রী – তরুণ উদ্যোক্তাদের কার্যকর উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস
বিদ্যুৎ জ্বালানী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তরুণ উদ্যোক্তাদের কার্যকর উদ্যোগ নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আহবান জানিয়েছেন। তিনি চলমান ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইন্ডাস্ট্রি রিডিং ফর ডিজিটাইজেশন অব গভর্মেন্ট সার্ভিস শীর্ষক সেমিনারে উদ্যোক্তাদের এ আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ আজ ছোট বাজার নয়। ধীরে ধীরে আমাদের বাজার বড় হচ্ছে। যদিও উদ্যোগ বাস্তবায়নে অবকাঠামোগত দিক থেকে আমরা পিছিয়ে আছি। কিন্তু এই সীমাবদ্ধতা দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা রাখলে তা বেশিদিন থাকবে না।
তিনি আরও বলেন, আমাদের উদ্যোক্তারা বিভিন্ন খাতে সফটওয়্যার ও সেবা দিচ্ছেন। কিন্তু বাজারজাতকরণে এুটি থাকার কারণে তারা মাইক্রোসফটের মতো বিদেশি কোম্পনির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এতে দেশের ভোক্তাগণ বিদেশি কো¤পানিগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ছে, ফলে দেশের একটি বড় পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বেসিসের মতো প্রযুক্তি সংগঠনগুলোকে উদ্যোক্তাদের তৈরিকৃত সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা বাজারজাতকরণে একটি প্লাটফর্ম তৈরি করতে হবে, যেখানে সফটওয়্যার তৈরির ত্রুটি ও বাজারজাতকরণে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ সেবা ভোক্তাদের কাছে পৌছে দেওয়া সম্ভব হয়। এতে দেশিয় ভোক্তাদের বিদেশি নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে।
সেমিনারে বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ প্রতিমন্ত্রীকে বলেন, সরকারি-বেসরকারি প্রকল্পে বিদেশি কো¤পানিকে অগ্রাধিকার দেওয়া হয়। এই অবস্থা পাল্টাতে হবে। দেশিয় কোম্পানিকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পে অংশগ্রহণ বাড়াতে হবে। আর যদি বিদেশি কোম্পানি কোনো প্রকল্পে অংশগ্রহণ করাতে হয় সে ক্ষেত্রে দেশিয় কোম্পানির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাশেম, মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ডিরেক্টর অরিজিৎ রায়, ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ ফকরুল হাসান প্রমুখ।
ডিজিটাল ওয়ার্ল্ডে ভেঞ্চার ক্যাপিটাল ফর স্টার্টআপ শীর্ষক সেমিনার
স্টার্টআপের যাত্রা ও স্টার্টআপ তৈরিতে অনুপ্রাণিত করতে ভেঞ্চার ক্যাপিটাল ফর স্টার্টআপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে চলমান ডিজিটাল ওয়ার্ল্ডের গুলনকশা হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর খাইরুল এবং সভাপতিত্ব করেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের বেশ কয়েকটি উদ্যোগ এখন বিশ্বের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। নিউজক্রেড, টাইগার আইটি, রিভ সিস্টেমস, ডাটাসফট, লিডস সফট, বিডিজবসসহ অনেক উদ্যোগ এখন বাংলাদেশকে বহির্বিশ্বে গৌরবে তুলে ধরছে। আর এসব উদ্যোগের পিছনে রয়েছে উদ্যোক্তাদের দেশ এমনকি বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন। আমাদের তরুণকে এ ধরণের বড় স্বপ্ন দেখতে হবে।
প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, স্টার্টআপ শুধু পশ্চিমাদের আধিপত্য হতে পারেনা, এটা সবার জন্য। আমরা চাই শুধু শহর নয় গ্রামাঞ্চলের ক্ষ্রদ্র ক্ষ্রুদ্র উদ্যোক্তাদের ফিন্যান্সিং সহায়তার মাধ্যমে তুলে নিয়ে আসতে চাই। তিনি আরও বলেন, ব্যবসায় পরিকল্পনাসহ ভালো উদ্যোগ আসলে বিনিয়োগ কোনো বাধা নয়। অসংখ্য বিনিয়োগ কো¤পানি আছে তারা বিনিয়োগ করার জন্য বসে আছে। আপনারা ভালো উদ্যোগ নিয়ে কাজ করেন, সহায়তা পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাই গ্লোবালের চেয়ারম্যান ভি শুকলা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এসকে সুদ, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বেসিসের পরিচালক সোনিয়া বশির কবির, বাগডুম ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা কামরুন আহমেদ প্রমুখ।
ডিজিটাল ওয়ার্ল্ডে লিভিং নো ওয়ান বিহাইন্ড শীর্ষক সেমিনার
রাজধানীতে চলমান ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে লিভিং নো ওয়ান বিহাইন্ড শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. গওহর রিজভী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ।