রেডি ফর টুমরো- প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে তথ্য প্রযুক্তি খাতের মহাযজ্ঞ ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭। আজ দুপুর ১২টা ১০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন কালে সময়ের হটকেক সোস্যাল রোবট সোফিয়া প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সরকারের মন্ত্রী-এমপিরা। উদ্বোধনের পর আয়োজন করা হয় লেজার লাইট শোয়ের।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিখাতে বাংলাদেশে এখন অনেক উচুতে। আওয়ামী লীগ সরকার তথ্য-প্রযুক্তির উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুনরা দেশকে সাফল্যর স্বর্ণ শিখরে আহরণ করাতে বিশেষ ভুমিকা রাখছে এবং রাখবে।
এ আয়োজনে তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প। পার্টনার হিসেবে রয়েছে- বাক্য, বিসিএস, ই-ক্যাব, বিআইজেএফ, বিবিআইটি, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং সিটিও ফোরাম। আজ থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে প্রদর্শনী চলবে রাত ৯টা পর্যন্ত। তবে মেলায় প্রবেশের জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। https://digitalworld.org.bd/signup