ডিআইআইটি উত্তরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি (ডিআইআইটি), উত্তরা ক্যাম্পাসে এসএসআর ইন্সটিটিউড অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট থেকে  ইন্ডাষ্ট্রিয়াল এটাচমেন্ট প্রশিক্ষণের জন্য আগত ১৭ জন শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। এ সকল শিক্ষার্থীগণ সিসিএনএ কোর্স সফল ভাবে সমপন্ন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে সোসাইটি ফর সোশাল এন্ড টেকনোনলজিকাল সাপোর্ট এর মহাপরিচালক ড. মোহাস্মদ সৈয়দ সবরী রজব,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএস আর ইন্সটিটিউড অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট এর অধ্যক্ষ মোঃ মতিউর রহমান ও ইন্সট্রাক্টর মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইআইটি’র সহকারী পরিচালক ও উত্তরা ক্যাম্পাস ইন-চার্জ মাসুদ করিম। উল্লেখ্য ডিআইআইটি গত দুই দশকেরও বেশী সময়ধরে দেশে আইটি খাতে দক্ষ জনবল তৈরি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উত্তরা ক্যাম্পাস বিভিন্ন প্রফেশনাল ডিপ্লোমা কোর্স এর পাশাপাশি CCNA, Ethitical Hacking, Oracal DBA, Web Development, PHP, Codeigniter, JAVA, C#, ASP.Net ইত্যাদি বিষয়েশর্ট কোর্স পরিচালনা করছে। বাড়ি-২, রোডনং # ১, সেক্টর # ৬ (হাউসবিল্ডিং), উত্তরা, ঢাকা-১২৩০, সেলফোন: ০১৭১৩-৪৯৩২৬২ অথবা ০১৭১৩-৪৯৩২৫৯।

Share This:

*

*