এখন থেকে টেলিটকের গ্রাহকরা রবি’র ডিভাইস ব্যবহার করে সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধন করতে করার সুযোগ গ্রহণ করতে পারবেন।
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে এ বিষয়ে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে ও টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন আহমেদ একটি চুক্তি স্বাক্ষর করেন।
গ্রাহকরা যেন সহজে ও স্বাচ্ছন্দে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও পুনঃবিনন্ধন করতে পারেন এজন্য দেশজুড়ে রিটেইলার লোকেশনগুলোতে বায়োমেট্রিক ভেরিফিকেশন ডিভাইস স্থাপন করেছে রবি। রবি’র এ বিস্তৃত ও কার্যকর প্রস্তুতি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সরকারের নেয়া তাৎপর্যপূর্ণ উদ্যোগটি সফল করতে যৌথভাবে ভূমিকা রাখবে রবি ও টেলিটক।