টেলিকম ইকুয়েপমেন্ট ভেন্ডর অব দি ইয়ার পুরস্কারে ভূষিত হুয়াওয়ে

ফ্রস্ট এ্যান্ড সালিভ্যান এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড ২০১৭-তে চতুর্থবারের মতো টেলিকম ইকুয়েপমেন্ট ভেন্ডর অব দি ইয়ার পুরস্কারে সম্মানিত করা হয়েছে প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েকে। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হুয়াওয়েকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।  টেলিকম ইকুয়েপমেন্ট ভেন্ডর হিসেবে উন্নত সংযুক্ত বিশ^ তৈরির পাশাপাশি যোগাযোগ ও কাজে স্বক্ষমতা বাড়ানো মাধ্যমে মানুষের জীবনকে সমৃদ্ধ করাই হুয়াওয়ের কৌশলগত লক্ষ। প্রতিনিয়ত যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় ক্লাউড কম্পিউটিং ও বিগ ডাটার মতো প্রযুক্তি এ খাত সংশ্লিষ্ট উদ্ভাবনী ও উন্নয়নে ভূমিকা রাখছে। এ লক্ষে গ্রাহকদের চাহিদা পূরণে উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে কাজ করছে হুয়াওয়ে।   অ্যাপাক ফ্রস্ট এ্যান্ড সালিভ্যানের টেলিকম, ডিজিটাল ট্রান্সফরমেশন প্র্যাকটিস বিভাগের সিনিয়র অ্যানালিস্ট অভিনাস সাচদেভ বলেন, সিএসপি-এর নেটওয়ার্ক অবকাঠামো, ক্লাউডভিত্তিক সল্যুশনস এবং অ্যাসোসিয়েটেড সেবা প্রদানের ক্ষেত্রে হুয়াওয়ে হচ্ছে সবচেয়ে বিশ^াসযোগ্য কৌশলগত অংশীদার। কৌশলগত লক্ষ ‘বেটার কানেক্টেড ওয়ার্ল্ড’-কে সামনে রেখে ক্লাউড কম্পিউটিং, এসডিএন, এনএফভি, ফাইভজি প্রভৃতি খাতে আধিপত্য বিস্তারসহ টেলিকম খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে হুয়াওয়ে। গ্রাহকদের চাহিদাকে মাথায় রেখে প্রতিষ্ঠানটি মোবাইল ক্যারিয়ারগুলোর নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধিতে প্রতিজ্ঞাবদ্ধ। ডিজিটাল সুযোগ বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের পছন্দ অনুযায়ী সল্যুশন যেটিকে কাস্টম-টেইলরড সল্যুশন বলা হয়ে থাকে সেসব সেবা দিয়ে থাকে হুয়াওয়ে, যার ফলে সিএসপি খাত উল্লেখযোগ্যভাবে এর সুবিধা ভোগ করে।

হুয়াওয়ের দক্ষিণ প্রশান্ত অঞ্চলের বিপনণ কর্মকর্তা লিম চি সিয়ং বলেন, গুরুত্বপূর্ণ এ পুরস্কারে ভূষিত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। অংশীদার ও গ্রাহকদের সামনে আমাদের একনিষ্ঠতাকে স্বীকৃতি দেয়ায় আমরা সম্মানিত বিচরকমন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পুরো বিশ্বে যোগাযোগ ব্যবস্থাকে ছড়িয়ে দেয়ার লক্ষে আমাদের গ্রাহক ও অংশীদার সঙ্গে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, আর তাই আমরা আমাদের সেই আমাদের গ্রাহক ও অংশীদারদেও প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিভাসম্পন্ন উদ্ভাবনের লক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওপেন সোর্স কমিউনিটি এবং ডেভেলপার সঙ্গে নিয়ে একটি নির্দিষ্ট গতিপথের মধ্যে নিয়ে আসতে উদ্বুদ্ধ করে থাকে হুয়াওয়ে। পূর্বের রেকর্ড অনুযায়ী, হুয়াওয়ে অব্যাহতভাবে নিজেদের দক্ষতাকে নেটওয়ার্ক উন্নয়নের কাজে লাগিয়ে টেলিকম ইকুয়েপমেন্ট ভেন্ডর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

ফটো ক্যাপশন: (ডান) হুয়াওয়ে সিঙ্গাপুরের ইন্টিগ্রেটেড সল্যুশনের ডিরেক্টর ইয়ান জুগুয়াং টেলিকম ইকুয়েপমেন্ট অ্যাওয়ার্ড অব দি ইয়ার গ্রহণ করছেন ফ্রস্ট এ্যান্ড সালিভ্যানের ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট অজয় সুন্দরের কাছ থেকে।

Share This:

*

*