টেক রিপাবলিক বাজারজাত করবে রিভ অ্যান্টি ভাইরাস

রিভ অ্যান্টি ভাইরাস বাজারজাতকরণের দায়িত্ব পেল বাংলাদেশী প্রযুক্তি প্রতিষ্ঠান টেক রিপাবলিক। হার্ডওয়্যার ও সফটওয়্যার বাজারজাতকরণের পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানসমূহেআইটিসমাধানদাতা হিসেবেও টেক রিপাবলিকসমাদৃত।

অনলাইনে www.reveantivirus.comওয়েবসাইটের পাশাপাশি চলতি মাস থেকেই দেশের সকল অভিজাত কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর দোকান থেকেরিভঅ্যান্টিভাইরাসক্রয় করা যাবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রিভ অ্যান্টি ভাইরাস বাজারজাতকরণ প্রসঙ্গে টেক রিপাবলিক-এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজমোরশেদ বলেন, “রিভসিস্টেমস ইতোমধ্যেই বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রযুক্তি শিল্পে পরিচিত এক নাম। বাংলাদেশের বাজারে রিভঅ্যান্টিভাইরাসবাজারজাতকরণের দায়িত্ব নিতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত। বাংলাদেশের মানুষের সাইবার নিরাপত্তা দিয়ে রিভঅ্যান্টিভাইরাসের অনন্য সব বৈশিষ্ট্য দারুণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

রিভ অ্যান্টি ভাইরাস-এর সিইওসঞ্জিতচ্যাটার্জি জানান, “বর্তমান সময়ে কম-বেশি সবার একাধিক ডিভাইস, তাই রিভঅ্যান্টিভাইরাসও দিচ্ছে প্রতিটি প্যাকেজে ন্যূনতম দু’টি করে লাইসেন্স। অ্যান্টি-থেফটসেবাসহসর্বাধুনিক এই নিরাপত্তা প্রোগ্রামে আরও রয়েছে মোবাইল অ্যাপ থেকেই নিজের সকল ডিভাইস সার্বক্ষণিক মনিটর করার ব্যবস্থা।”

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা পণ্যের মান যাচাইকারী প্রতিষ্ঠান ‘অপসোয়াত’ সনদ অর্জনকারীরিভঅ্যান্টিভাইরাস পাওয়া যাবে তিনটি ভার্সনে- অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি। এছাড়াও মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ মোবাইল ভার্সন।গুণগত মানেরসেবার পাশাপাশি রিভঅ্যান্টিভাইরাসের সব ভার্সনের জন্যইথাকছেwww.reveantivirus.com ওয়েবসাইট থেকে ২৪*৭ লাইভ চ্যাটসহগ্রাহকসেবা।

প্রসঙ্গত, রিভ অ্যান্টি ভাইরাস বাজারে এনেছে বাংলাদেশী বহুজাতিক প্রতিষ্ঠান রিভসিস্টেমস। ২০০৩ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবা বিশ্বের ৭৮টি দেশেব্যবহৃত হচ্ছে।সিংগাপুরেপ্রধান কার্যালয়ের পাশাপাশি বাংলাদেশ ও ভারতে রয়েছেরিভ-এর সফটওয়্যার উন্নয়ন কেন্দ্র।এছাড়াও শাখা কার্যালয় রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, হং কং ও যুক্তরাজ্যে।

Share This:

*

*