মবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা প্রযুক্তি বিশ্বের সম্মানজনক টিএমসিনেট টেক কালচার অ্যাওয়ার্ড-২০১৬ পেয়েছে। বিশ্বব্যাপী উদ্ভাবনী প্রযুক্তিতে অবদান রাখার জন্য গতকাল বুধবার মাহিন্দ্রা কমভিভাকে এ পুরস্কার দেওয়া হয়।
প্রযুক্তি নিয়ে কাজ করে এমন কোম্পানিগুলোর ওপর গবেষণা করে মাহিন্দ্রা কমভিভাকে নির্বাচিত করে মার্কেটিং মিডিয়া কোম্পানি টিএমসিনেট। প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্যাটাগরিতে মান অনুযায়ী প্রযুক্তি কোম্পানিগুলোকে বি থেকে এ প্লাস পর্যন্ত রেটিং দিয়ে থাকে। অনুকূল কর্মপরিবেশের জন্য মাহিন্দ্রা কমভিভা পায় এ প্লাস রেটিং।
পুরস্কার প্রাপ্তি সম্পর্কে মাহিন্দ্রা কমভিভার মানবসম্পদ প্রধান এবং ম্যানেজমেন্ট সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সানদিপ ভট্টাচার্য বলেন, এ পুরস্কার গ্রহণ করতে পেরে আমরা সত্যিই গর্বিত। এটি আমাদের ভবিষ্যতে আরো ভালো করার ক্ষেত্রে প্রেরণা দেবে। কর্মীদের উন্মক্ত এবং আনন্দঘন কর্মপরিবেশ তৈরির কারণেই আমরা এ ফল পেয়েছি।
মাহিন্দ্রা কমভিভাকে অভিনন্দন জানিয়ে টিএমসিনেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং গ্রুপ এডিটর-ইন-চিফ রিচ তেহরানি বলেন, এই টেক কালচার অ্যাওয়ার্ডের উদ্দেশ্য খুবই সহজ। আমরা গবেষণা করে এমন কোম্পানি বাছাই করেছি যারা মেধাবীদের নিয়ে কাজ করে প্রযুক্তি সংস্কৃতিকে বদলে দিতে চায়।