টাঙ্গাইলের মর্জিনা বেগমের দুই টাকার ব্যাংক অ্যাকাউন্ট

সোমবার দুপুরে সচিবালয়ে ডাকা ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ঘোষনা দেওয়া হয়।  পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যাবে এবং টাকার (ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস) সর্বোত্তম ব্যবহার করা যাবে । তবে তার জন্য গ্রাহকের মোবাইলের প্রয়োজন পড়বে। এই সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মুলত যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এই ডাক টাকার প্রচলন করা হলো। তবে এই অ্যাকাউন্টের একটি শর্ত রয়েছে । যা হলো অ্যাকাউন্টে সব সময় সর্বন্নিম দুই হাজার টাকা জমা রাখতে হবে।

নতুন এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় তার অভিমত ব্যক্ত করে ঠিক এভাবে, ডাক বিভাগের এ সেবা উদ্বোধন করতে পেরে আমি অনন্দিত। আমি আরও আনন্দিত যে, সর্বনিম্ন দুই টাকা দিয়ে ব্যাংক অ্যাকউন্ট খোলা ও অ্যাকউন্ট পরিচালনা করা যাবে। বাংলাদেশ ব্যাংক এ প্রক্রিয়া শুরু করেছিল ৫ টাকা দিয়ে। কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকা টাঙ্গাইলের মর্জিনা বেগমের মোবাইল নম্বর দিয়ে ডাক মানির প্রথম হিসাব খুলে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর শিকদার প্রমুখ।

Share This:

*

*