টনিকের আওতায় এলিট ফোর্সের কর্মীরা

এখন থেকে টনিক অ্যাডভান্সড সেবা পাবেন এলিট ফোর্সের কর্মীরা। এ নিয়ে সম্প্রতি গ্রামীণফোনের সাথে একটি চুক্তিস্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিনর হেলথের সিইও সাজিদ রহমান, গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট বিজনেস, এন্টারপ্রাইজ বিজনেস ও কমার্শিয়াল ডিভিশন নাসার ইউসুফ, টেলিনর হেলথের হেড অব বিটুবি অ্যান্ড পার্টনারশিপ আহমেদ তুহিন রেজা। অনুষ্ঠানে এলিট ফোর্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি  ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, পিএসসি (অব.) এবং ডিএমডি কর্নেল জাহাঙ্গীর আখতার চৌধুরী (অব.)। এলিট ফোর্স বাংলাদেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠান। আর ২০১৬ সালে যাত্রা শুরু করা টনিক দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা।

 

Share This:

*

*