হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার মেহরাজ মুয়ীদ। ১২ জুন থেকে তিনি এ পদে কার্যক্রম শুরু করেন। জোভাগোতে যোগ দেওয়ার আগে রবি আজিয়াটা লিমিটেডে ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। কান্ট্রি ম্যানেজার হিসেবে জোভাগো বাংলাদেশের সব ধরনের টিমের নেতৃত্ব দেবেন তিনি।
নতুন পদে যোগ দেওয়া প্রসঙ্গে মেহরাজ মুয়ীদ বলেন, ‘জোভাগো বাংলাদেশ টিমে যোগ দিতে পেরে আমি আনন্দিত। জোভাগোকে আরও সামনে এগিয়ে নিতে চাই।অনলাইন সেবার এ খাতটি দারুণ সম্ভাবনাময়।গ্রাহকদের জন্য নতুন নতুন সুবিধা ও অফার নিয়ে হাজির হবে জোভাগো।