বর্নাঢ্য আয়োজনে উদযাপন হলো পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ প্রতিষ্ঠান স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড ‘জেলটা’ মোবাইলের প্রথম বর্ষপূতি। উদয় টাওয়ারের হেড অফিসে কেক কেটে বর্ষ পূর্তির উদ্বোধন করেন স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ মিঠু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জহির আহমেদ, পরিচালক মাকিন উর রশিদ রছি, এজিএম মার্কেটিং সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ মিঠু বলেন, ব্যবহারকারীদের সন্তুষ্টি অর্জনে নতুন প্রযুক্তির মানসম্মত ও সাশ্রয়ী হ্যান্ডসেট পরিবেশনই আমাদের লক্ষ্য।