জিপি মিউজিক নতুন সাজে

গতকাল জিপি হাউজে নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন করলো গ্রামীণফোন। জিপি মিউজিকে রয়েছে গানের সর্ববৃহৎ ডিজিটাল সংগ্রহ  যা সঙ্গীতপ্রেমীদের সম্পূর্ণ  নতুন অভিজ্ঞতার জন্ম  দিবে।

জিপি মিউজিকের মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা তাদের পছন্দনুযায়ীস অনলাইন ও অফলাইনে স্ট্রিমিং করে গান শুনতে পারবেন । সম্প্রতি, মুক্তি পাওয়া আন্তর্জাতিক গানের পাশাপাশি আমাদের নিজেদের দেশের গান শোনার ক্ষেত্রেও জিপি মিউজিকের রয়েছে সবচেয়ে বড় সংগ্রহ। গ্রাহকরা সহস্রাধিক গানের সংযুক্ত প্লে লিস্টের পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী প্লে লিস্ট তৈরি করে নিতে পারবেন।

গ্রামীণফোন গ্রাহকরা প্রথম ৩০ দিন বিনামূল্যে জিপি মিউজিক উপভোগ করতে পারবেন ও পছন্দের গান শুনতে পারবেন।  জিপি মিউজিকের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোন জিপি মিউজিকে কিংবদন্তী শিল্পীসহ নতুন শিল্পীদের এক্সক্লুসিভ সব গান মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়াও, গ্রাহকরা ফ্রি ট্রায়াল অফার সহ জিপি মিউজিকের যেকোনো প্যাকেজ সাবস্ক্রাইব করলেই পাবেন বিনামূল্যে ২০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট।

গুগলের অ্যান্ড্রয়েড স্টোর এবং অ্যাপল স্টোরে পাওয়া যাবে জিপি মিউজিক। ওয়েবসাইট ভিজিট করতে গ্রাহকরা যেতে পারেন www.gpmusic.co

Share This:

*

*