জাদু ব্রডব্যান্ডের আইএসপি সনদ প্রাপ্তি

ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড সম্প্রতি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন থেকে আই.এস.পি. সনদপ্রাপ্ত হয়েছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড-এর কনজ্যুমার ব্র্যান্ড হলো জাদু ডিজিটাল। গ্রাহকদের জন্য যুগান্তকারী বিনোদন এবং কমিউনিকেশন এক্সপেরিয়েন্স নিশ্চিত করাই জাদু ডিজিটাল-এর লক্ষ।

জাদু ডিজিটাল বিশ্বের সর্বাধুনিক ও স্টেট অব দ্য আর্ট প্রযুক্তিসমৃদ্ধ ভিডিও ও ইন্টারনেট সার্ভিস তৈরি করেছে, যা ২৩০ টিরও বেশি ডিজিটাল চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন নিয়ে এসেছেG

এরই মধ্যে ঢাকার গুলশান, বনানী, উত্তরা, নিকুঞ্জ, নিকেতন, মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এ সেবা চালু হয়েছে। এ বছরের মধ্যে চালু হবে পুরো ঢাকায়।

Share This:

*

*