জাদুর বাক্সে জাদু ডিজিটাল

জাদু ডিজিটাল ব্রড ব্যান্ড লিমিটেড গতানুগতিক টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিতে নিয়ে এলো এসডি ও এইচডি সেট টপ বক্সসহ ডিজিটাল ক্যবল সার্ভিস । বিশ্বের সর্বাধুনিক ও স্টেট অব দ্যা আর্ট প্রযুক্তি সমৃদ্ধ জাদু ডিজিটালের ২৩০ টি চ্যানেলে ঝকঝকে ছবি ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে ২৪ ঘন্টা চলবে বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন। মুলত গ্রাহকদের জন্য যুগান্তকারী বিনোদন এবং কমিউনিকেশন এক্সপেরিয়েন্স নিশ্চিত করাই জাদু  ডিজিটাল এর মুল লক্ষ্য।  হাই ডেফিনিশন প্রিমিয়াম টিভি সার্ভিস এবং ইন্টারনেটভিত্তিক সেবা নিয়ে সারাদেশে ডিজিটাল কেবল সার্ভিসের বিপ্লব ঘটাতেই এই জাদুর বাক্স। আজ জাদু ডিজিটালের আমন্ত্রনে জাদু ডিজিটালের ডেটা সেন্টার পরিদর্শন করেন তথ্য প্রযুক্তি বিষয়ক সাংবাদিকবৃন্দ। উপস্থিত সাংবাদিকদের সামনে জাদু ডিজিটালের বিভিন্ন সেবা ও ডেটা সেন্টারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তুলে ধরেন সাইফ রহমান। জাদু ডিজিটাল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এসডি ও এইচডি সেট টপ বক্স  যা এই মুহূর্তে ২৩০ টিরও বেশি ডিজিটাল চ্যানেল ডেলিভার করছে। তবে দিন বদলের পালাতে এর সংখ্যা আরো বাড়বে বলেন সাইফ রহমান। এইচডি সেটটপ বক্সের মুল্যে নির্ধারন করা হয়েছে ৩৫০০ টাকা এবং এসডি সেট টপ বক্স ২৫০০ টাকা।  তিনি আরো বলেন ডিজিটাল ক্যাবল সার্ভিসের বিপ্লবের নতুন সদস্য  জাদু ডিজিটাল। হাই ডেফিনেশন প্রিমিয়ার টিভি সার্ভিস এবং ইন্টারনেট ভিত্তিক সেবা নিয়ে সারাদেশে সেবা দিতে কাজ করে যাচ্ছে জাদুর বাক্স। বর্তমানে জাদু ডিজিটাল  গ্রাহকদের জন্য জাদু সেভার, জাদু ভ্যালু, জাদু সুপার এইচডি  ও  জাদু  প্রিমিয়াম এইচডি নামের ৪টি প্যাকেজ বর্তমানে চালু রয়েছে। বর্তমান এলাকা ভিত্তিক ক্যাবল অপারেটরদের সহযোগিতায় গ্রাহকরা এই সার্ভিস উপভোগ করতে পারবেন। ছবি উপভোগের পাশাপাশি গ্রাহকরা আরো পাবেন ভিডিও রেকর্ডিং, ভিডিও অন ডিমান্ড, ইলেক্ট্রনিক প্রোগ্রাম গাইড, হাই স্পিড  ইন্টারনেট ও আইপি টেলিফোনির মতো বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সার্ভিস এবং ২৪ ঘণ্টা ওয়ার্ল্ড ক্লাস কল সেন্টার সাপোর্ট। জাদুর বাক্স সমন্ধে বিস্তারিত জানতে ক্লিক করতে হবে www.jadoodigital.com এ।

Share This:

*

*