দেশব্যাপী চলা জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার অংশ হিসেবে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রংপুর আঞ্চলিক পর্ব।
সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূরুন্নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় রবি’র নরদার্ন ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর এইচ.এম. তরিকুল কামরুলও উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় শুরু হয়ে প্রতিযোগিতাটি চলে দুপুর ২টা পর্যন্ত। পরবর্তীতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে ২০ জন এবং কুইজে তিন ক্যাটাগরিতে ৬০ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়। দেশব্যাপী হাইস্কুলের শিক্ষার্থীদের জাতীয় এ প্রতিযোগিতাটি সম্পর্কে জানানো ও এতে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করা হচ্ছে। যার আওতায় ইতোমধ্যে ৬০০টি স্কুলে অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ১হাজারটি স্কুলে এ কার্যক্রম চলবে।
ডিজিটাল বিপ্লবে অংশ নেয়ার জন্য দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে গত বছর থেকে এই আয়োজন শুরু করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত বছরের মত এবারের জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগীতার পৃষ্ঠপোষক হচ্ছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি। দেশের ১৬টি শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ।
সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে আগামী ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা সম্পর্কে জানার জন্যwww.nhspc.org ওwww.facebook.com/nhspcbd সাইটটি ভিজিট করতে পারেন।