জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ২০১৭ উদযাপিত

নানা আয়োজনে পালিত হলো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ২০১৭।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি উদযাপন শুরু হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার।  অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিভিন্ন খাতে অবদানের জন্য ১৩টি ক্যাটাগরিতে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৭’ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  তিনি পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।  তিনি বলেন, ‘বিজয়ের এ মাসে দিবসটি ঘোষণা করা হয়েছে যা সত্যিই আনন্দের। সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্পনাতীত সম্প্রসারণ করেছি।  যার সুফল দেশের সর্বস্তরের জনগণ ভোগ করছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ ও আইসিটি সচিব সুবীর কিশোর চৌধুরী অনুষ্ঠানে ডিজিটাল হওয়ার নানান বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে লেখক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আইসিটিতে অবদানের জন্য দেওয়া হয় আজীবন সম্মাননা।  ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেবায় অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় ।  আনিসুল হকের দুই কন্যা সম্মাননা গ্রহণ করেন।  তথ্যপ্রযুক্তি বিষয়ে সাংবাদিকতার জন্য পুরস্কার পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রযুক্তি পাতার প্রধান মুহম্মদ খান, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক ফরিদুর রহমান পান্থ ও বাংলাদেশ সংবাদ সংস্থার উপ-প্রধান প্রতিবেদক মাহমুদুল হাসান।

এছাড়া স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবায় অবদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, সফটওয়্যার ইনোভেশন ক্যাটাগরিতে লিডস করপোরেশন লিমিটেড ও লিডসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল আজিজ, আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় অবদানের জন্য ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া এবারের তথ্যপ্রযুক্তি পুরস্কার পেয়েছেন। আইসিটি শিক্ষায় অবদান এবং প্রযুক্তি ব্যবহারের উৎকর্ষতার বিবেচনায় শিক্ষা ক্যাটাগরিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মোবাইল ফোন ব্যবহার করে কৃষকদের তথ্যসেবা দেওয়ার উদ্যোগের জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতর; আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় অবদানের জন্য স্থানীয় সরকার ক্যাটাগরিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

আইটি খাতের ক্ষেত্রে ‘শ্রেষ্ঠ রপ্তানিকারকের’ পুরস্কার পেয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড; দি সিটি ব্যাংক লিমিটেড ‘সেরা অনলাইন ব্যাংকিং সেবা’ এবং সেবা এক্সওয়াইজেড আইটি খাতের ‘সেরা স্টার্টআপ’ -এর পুরস্কার পেয়েছে।

Share This:

*

*