জাতীয় “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০” পেল CAMS

১২ই ডিসেম্বর ২০২০ চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে সরকারি কারিগরি ক্ষেত্রে “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০” অর্জন করেছে Central Aid Management System (CAMS)। উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের রূপকল্প তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতপূর্বক উপকারভোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরনে দ্রুততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সমন্বয় নিশ্চিতকরণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম Central Aid Management System (CAMS)। কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন পরিস্থিতিতে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বজলুর রশিদ এর সহযোগিতায় তথ্য ও যোগাযোগ বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে কর্মরত ৫জন দক্ষ প্রোগ্রামার মোঃ হারুন অর রশিদ, মোঃ আব্দুল্লাহ বিন ছালাম, এ এস এম হোসনে মোবারক, আব্দুল্লাহ আল রহমান, মোঃ গোলাম মাহবুব পেশাগত দায়বদ্ধতা থেকে বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা উপকারভোগীদের কেন্দ্রীয় ডাটাবেজ সিস্টেম- CAMS তৈরি করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী  জুনাইদ আহ্‌মেদ পলক মহোদয় Central Aid Management System (CAMS) এর কলেবর বৃদ্ধি পূর্বক সকল মানবিক সহায়তা বিতরণ ব্যবস্থাপনায় ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম. আরশাদ হোসেন এর নির্দেশানুসারে CAMS এর উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক  এ. বি. এম. আরশাদ হোসেন এর তত্ত্বাবধানে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার কারিগরি সহযোগিতায় মুজিববর্ষে করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ লক্ষ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে নগদ ২,৫০০ টাকা অর্থ সহায়তা প্রদান কর্মসূচী CAMS ব্যবহারের মাধ্যমে সফলতার সাথে প্রদান করা হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশংসিত হয় এবং নগদ অর্থ প্রেরণে ডিজিটাল ব্যবস্থাপনা ব্যবহার করায় বাংলাদেশ সরকারের ৩৫৬ কোটি টাকা সাশ্রয় হয়। (সূত্রঃ Daily Star, ১২ অক্টোবর ২০২০খ্রীঃ) বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের সকল খাদ্যবান্ধব কর্মসূচী ব্যবস্থাপনা ও পরিচালনা করার জন্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত Central Aid Management System (CAMS) এর ব্যবহারের মাধ্যমে প্রায় ৭৫ লক্ষ্য উপকারভোগী পরিবারের কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে ৩০টিরও অধিক মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত প্রায় ১২৫টি মানবিক সহায়তার সকল কার্যক্রম Central Aid Management System (CAMS) এর মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে। CAMS সিস্টেমটিতে সংযুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেসিয়াল রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্সসহ বিভিন্ন ফ্রন্টিয়ার টেকনোলজি। এছাড়াও CAMS-কে সংযুক্ত করা হয়েছে পরিচয় সার্ভারের সঙ্গে এবং মানবিক সহায়তা উপকারভোগীর মোবাইল নাম্বার যাচাইয়ের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) সংযুক্ত করা হয়েছে। এতে করে যেমনি সম্ভব হবে দ্বৈততা পরিহার ও সঠিক উপকারভোগী নির্বাচন তেমনি সম্ভব হবে মানবিক সহায়তা উপকারভোগীদের একটি স্বচ্ছ তথ্যভাণ্ডার প্রস্তুতকরণ। Central Aid Management System (CAMS) প্ল্যাটফর্মটি মানবিক সহায়তা বিতরণ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা করেছে, যা প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা অনুযায়ী তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারপূর্বক সংশ্লিষ্ট সেবা ক্ষেত্রে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে।

Share This:

*

*