সম্প্রতি দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপ এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর মাঝে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর সকল রুম ট্যারিফ এর উপর এডিসন গ্রুপের কর্মরত সকল কর্মকর্তা, মেহমানবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ ৫০% পর্যন্ত ছাড় পাবেন এবং আরও অন্যান্য সুযোগ পাবেন।
অনুষ্ঠানে এডিসন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এবং সিএফও, মোঃ জাকারিয়া শাহিদ এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর জেনারেল ম্যানেজার, ক্রিস্টোফ ভগেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পরিচালকগণ উপস্থিত ছিলেন।