তথ্যপ্রযুক্তি বিভাগের আয়োজনে দেশের প্রোগ্রামার ও অ্যাপ নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় হ্যাকাথন ২০১৬’। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নির্বাচিত দশটি বিষয়ে এবারের জাতীয় হ্যাকাথন আয়োজন করা হয়েছে। বিষয়গুলো হলো- কৃষি উৎপাদন, নবজাতক ও শিশু, সড়ক দূর্ঘটনা, শিক্ষায় মানসম্মত শিক্ষক, নারীর বির’দ্ধে সহিংসতা, জ্বালানি সক্ষমতা, শহরের পরিবেশ, টেকসই পর্যটন, সামুদ্রিক সম্পদ ও দূর্নীতি। এই দশটি লক্ষ্য অর্জনে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তা কীভাবে প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করা যায় প্রতিযোগিদের সে সমাধান খুঁজে বের করতে হবে। হ্যাকাথনে অংশগ্রহণকারীরা ৩৬ ঘণ্টাব্যাপী প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলিউশনের প্রোটোটাইপ (নমুনা সমাধান) তৈরি করবেন। বিশাববিদ্যালয় বা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দলগত ভাবে নিবন্ধন করতে হবে। অংশগ্রহণকারীর একটি দলে সর্বচ্চো ছয় জন থাকতে পারবেন।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে হ্যাকাথন ম্যারাথন কোডিং ইভেন্ট হিসেবে পরিচিত। হ্যাকাথনে ডেভেলপারদের দক্ষতা দেখানোর সুযোগ তৈরি হয়। আগ্রহীদের নিবন্ধনের জন্য যেতে হবে এই লিংকটিতে