চলছে ই-কমার্স উৎসব

ই-কমার্সকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় করার উদ্দেশ্যে আজ ২৬ মে ২০১৬ ঢাকার ধানমন্ডিস্থ সেলিব্রেটি কনভেনশন সেন্টারে শুরু হলো ৩ দিন ব্যাপী ই-কমার্স উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ হল ক্ষুদ্র ও মাঝারী শিল্পে নারী ও পুরুষ উদ্যোক্তাদের পণ্য ও সেবার প্রদর্শনী ও বিপনন। উৎসব উপলক্ষ্যে প্রায় প্রতিটি স্টলেই থাকছে বিশেষ অফার।
মেলায় ৫০টির অধিক স্টলে থাকছে তৈরি পোষাক শিল্প, পাট শিল্প, কুটির শিল্প, বুটিক শিল্প, বিভিন্ন ই-কমার্স সংশ্লিষ্ট সেবা, কম্পিউটার গেজেট ইত্যাদি। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের এবং বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাগণ অংশগ্রহণ করছেন যারা ক্রেতা ও গ্রাহকদের সাথে সরাসির যোগাযোগের পাশাপাশি ই-কমার্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছেন। এছাড়াও থাকছে প্রতিদিন উদ্যোক্তাদের আড্ডা যার মাধ্যমে  ই-কমার্স নিয়ে উদ্যোক্তাদের ভাবনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং দর্শনার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু উঠে আসবে। এছাড়াও আয়োজন করা হয়েছে ই-কমার্স বিষয়ক কর্মশালা, সেমিনার ও বি-টু-বি সভার।
বিশেষ আকর্ষণ হিসেবে উৎসবের শেষ দিন থাকছে মিডিয়া পার্টনার ফ্যাশন ফেস্টিভ্যাল আয়োজিত জমকালো ফ্যাশন শো-“কায়া ফ্যাশন নাইট-২০১৬”।
আজ সকালে উৎসবের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা, লেখক ও এভারজবস বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্চিং ইনফিনিটির ব্যবস্থাপনা পরিচালক খান শোয়েব মোসতফা, হ্যালো ইভেন্টস এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, ই-সেবী কর্মসূচীর প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন এবং আরো অনেকে।
উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে ই-সেবী,কো-স্পনসর পারপেল ফ্যাশন, মিডিয়া পার্টনার হিসেবে আরো আছে টেকজুম ডট্টিভি, টি-শার্ট পার্টনার নিউ মুন ক্লথিং, প্রমশোনাল পার্টনার হ্যালো ইভেন্টস, গিফট পার্টনার যমুনা এক্সপ্রেস, আপারা ফ্যাশন এবং লেকবুয়াস।

Share This:

*

*