গ্লোবাল ব্র্যান্ড আপনাকে দিচ্ছে কিউএমআই ৩ মিনি প্রজেক্টরের সাথে পরিচিত হওয়ার সুবর্ণ সুযোগ যা আপনাকে দিবে ঘরে বসে বন্ধু ,বান্ধব ও পরিবার পরিজন নিয়ে বিশাল পর্দায় ফুল এইচডি মুভি দেখার আনন্দ। সহজেই বহন যোগ্য ছোট এই প্রজেক্টর দিয়ে বিদ্যুৎ বিহীন যে কোন জায়গায় দিতে পারেন সম্পুর্ণ পিসিলেস প্রেজেন্টেশন।এতে রয়েছে বিল্ট ইন ৮ জিবি মেমরী, বিল্ট ইন ওয়াই ফাই এবং ২ ঘন্টা ব্যাটরি ব্যাক আপ সহ ৫ টি ভিন্ন উপায়ের প্রজেকশন পদ্ধতি ও ১বছরের পূর্ণ ওয়্যারেন্টি।
২টি ইউএসবি, ১টি এইচডি এম আই এবং ১টি মাইক্রো এসডি মেমরী স্লট সমৃদ্ধ প্রোজেক্টর টির আপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হওয়ায় মোবাইল থেকেও খুব সহজেই প্রজেকশন করা যায়।চারটি ভিন্ন আকর্ষণীয় রং এর এই প্রজেক্টরটি এখন পাওয়া যাচ্ছে খুবই সুলভ মূল্যে। আরও জানতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় কিংবা ফোন করুন ০১৯৭৭৪৭৬৪৫৯ অথবা ০১৯৬৯৬৩৩১২৯ নম্বরে।