ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের একটি প্রকল্প “তথ্য আপা” যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। মুজিব বর্ষে এই প্রকল্পের ই-কমার্স কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গত ৩ ফেব্রুয়ারি তথ্যআপা প্রকল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএফটিআই এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন। তারই ধারাবাহিকতায় গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বিএফটিআই এর সাথে চুক্তি স্বাক্ষর করে কমজগৎ টেকনোলজিস এবং ফিউচার স্কাই লিমিটেড (জেভি)। বিএফটিআই এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিএফটিআই এর পরিচালক জনাব মোঃ ওবায়দুল আজম এবং কমজগৎ টেকনোলজিস ও ফিউচার স্কাই লিমিটেড (জেভি) এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কমজগৎ টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল ওয়াহেদ তমাল। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের সাথে আরও উপস্থিত ছিলেন বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আলী আহমদ, সিনিয়র রিচার্চ ফেলো জনাব মোঃ সাইফুর রহমান, ফিউচার স্কাই লিমিটেডের চেয়ারম্যান জনাব সাদরুদ্দীন ইমরান, পরিচালক জনাব রুবাইয়াত বিন আরিফ, সিওও জনাব নাজমুল আহসান।
এই অনুষ্ঠানে বক্তাগণ জানান যে গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য এই কার্যক্রমের আওতায় একটি ই-কমার্স মার্কেটপ্লেস গড়ে তোলা হবে এবং উদ্যোক্তাগণ ডিজিটাল লেনদেন, নিরাপদ ডেলিভারি ব্যাবস্থা, ডিজিটাল মার্কেটিং, প্রশিক্ষণসহ ই-কমার্স বিষয়ক অন্যান্য আরও সুযোগ সুবিধা উপভোগ করবেন। আগামী ৮ মার্চ ২০২১ তারিখে আন্তর্জাতিক নারী দিবসে এই মার্কেটপ্লেসটি উদ্বোধনের কথা জানান জনাব মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, যিনি ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই যৌথ প্রয়াসের মাধ্যমে লাখো গ্রামীণ নারী উদ্যোক্তা অর্জন করবেন প্রত্যাশিত অর্থনৈতিক স্বাধীনতা। আমরা অর্জন করবো একটি টেকসই ই-কমার্স ইকোসিস্টেম।”