মোটা অঙ্কের টাকা পাওনা থাকায় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন ও রবির লাইসেন্স বাতিলের উদ্যোগ নিচ্ছে বিটিআরসি।
উল্লেখ্য বিটিআরসি গত এপ্রিল মাসে প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা বকেয়া দাবি করে গ্রামীণফোনকে এবং ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে রবিকে নোটিশ পাঠায়। টাকা পরিশোধের জন্য অপারেটর দুটিকে দুই সপ্তাহ সময়ও বেধেঁ দেওয়া হয়। তবে নির্দিষ্ট সময়ে পাওনা পরিশোধ না করায় গত ৪ জুলাই অপারেটর দুটির ব্যান্ডউইথ সীমিত করে দেওয়া হয়। এরপর এই আদেশ প্রত্যাহার করে এনওসি দেওয়া বন্ধ করা হয়।
বিটিআরসি পাওনা টাকা আদায়ের জন্য ব্যান্ডউইথ কমিয়ে আনা সহ ও এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বন্ধের পর এ উদ্যোগ নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে লাইসেন্স বাতিলের আগে নিয়মানুযায়ী কারণ দর্শানোর নোটিশও পাঠাবে এই নিয়ন্ত্রক সংস্থা।