সচিবালয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে বকেয়া পাওনা আদায়ের বিষয়টি দ্রুত নিষ্পতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, সরকার এবং গ্রামীণফোন দু পক্ষই যেন লাভজনক অবস্থায় চলতে পারে সেটিই চায় সরকার। কিছু দিন যাবৎ পাওনা নিয়ে দু পক্ষের টানা পোড়েন চলছে আর তার সমাধানের উদ্দ্যেগেই আজ এই বৈঠক।
এ বিষয়ক মামলা প্রত্যাহার হবে বলেও জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘এই সেক্টরের ক্ষতি হলে সরকার অনেক রাজস্ব হারাবে। তাই এই সেক্টরের ক্ষতি হয় এমন কোন পথে হাটবে না সরকার। একটা স্বচ্ছ প্রক্রিয়ায় খুব অল্পদিনের মধ্যেই সমাধান হবে।’ বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ২২ বছরের পথচলায় এনবিআর ও বিটিআরসি’র সাথে গ্রামীনফোনসহ অন্যান্য মোবাইল অপারেটরদের অনেক পাওনা রয়েছে। তারা এটি আলোচনার ভিত্তিতে পরিশোধ করবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে সরকার নিয়মিত ভ্যাট-ট্যাক্স পায়। তবে যে ৪ হাজার কোটি টাকার বেশি বকেয়া তা এখন সুদ আসলে মোবাইল ফোন অপারেটরদের কাছে প্রায় ৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে সরকারের।