টেলিকম অপারেটর বাংলালিংক অনলাইন সেবাভিত্তিক মার্কেটপ্লেস Sheba.xyz-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক-এর প্রিয়জন গ্রাহকরা Sheba.xyz-এর বিভিন্ন গৃহস্থালী সেবার উপর বিশেষ ডিসকাউন্ট পাবেন । উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল, লয়্যালটি এ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার নাহিন আহমেদ জিসান ও ফারহানা সিনথিয়া, সিআর প্রোগ্রাম ম্যানেজার মেহেদী হাসান এবং পার্টনারশিপ সিনিয়র এক্সিকিউটিভ সালমান নুসরাত। Sheba.xyz-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও আদনান ইমতিয়াজ হালিম, ভিপি-সেলস ইয়াসিন আরাফাত এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মিহাদ উল হক।
এই চুক্তি অনুসারে, বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা Sheba.xyz-এর সব ধরনের সেবার উপর ২০% ডিসকাউন্ট ( ৩০০ টাকা পর্যন্ত) পাবেন। ডিসকাউন্ট পেতে প্রিয়জন গ্রাহকদের “Sheba” টাইপ করে 2012 নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএস-এ গ্রাহকরা একটি প্রোমো কোড পাবেন, যেটি ব্যবহার করে ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
বাংলালিংক-এর চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল বলেন, “স্বনামধন্য বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে আমরা বদ্ধপরিকর। এই বিশেষ ডিসকাউন্ট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে প্রিয়জন গ্রাহকরা হ্রাসকৃত মূল্যে বিভিন্ন গৃহস্থালী সেবা পাবেন। ”
Sheba.xyz-এর সিইও আদনান ইমতিয়াজ হালিম বলেন, “ বাংলালিংক-এর মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এখন প্রিয়জন গ্রাহকরা আমাদের সব ধরনের গৃহস্থালী সেবা উপভোগ করতে পারবেন হ্রাসকৃত মূল্যে। প্রিয়জন গ্রাহকদের স্বল্প মূল্যে আমাদের সেবা ব্যবহারের অভিজ্ঞতা দিতে পেরে আমরা আনন্দিত।”
গ্রাহকদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে আকর্ষণীয় অফার আনতে চায় বাংলালিংক।