বিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট বাজারে নিয়ে এলো সলিড স্টেট ড্রাইভ(এসএসডি) । সিরিজটির নাম রাখা হয়েছে গিগাবাইট ইউডি প্রো।
২.৫” ফর্ম ফেক্টরের এই এস এস ডি এ ব্যবহার করা হয়েছে তোশিবার 3D TLC NAND প্রযুক্তি। এটি বর্তমানে দুটি ভার্শনে পাওয়া যাচ্ছে যার একটি ২৫৬ গিগাবাইটের ও অপরটি ৫১২ গিগাবাইটের।আর এগুলো ৫৩০ মেগাবাইট পার সেকেন্ডে রিড করতে সক্ষম ও ৫০০ মেগাবাইট পার সেকেন্ডে রাইট করার ক্ষমতাও রাখে। এছাড়া DDR3 DRAM ক্যাশ মেমরী ব্যবহার করায় এগুলো ডিক্সের বাড়তি কোন জায়গা নেয় না ফলে পুরো জায়াগাই ব্যবহার করা যায় অনায়াশে।
প্রথম লেভেলের এস এস ডি হওয়ায় এগুলোর দাম হাতের নাগালেই থাকবে যার ফলে আমাদের দেশের গেমার, প্রোগ্রামার ও ডিজাইনাররা সাধ্যের মধ্যেই এস এস ডি ব্যবহারের সুবিধে পাবে। উল্লেখ্য যে সাধারণ হার্ডডিস্কের তুলনায় এস এস ডি এর গতি অনেকটাই বেশি ফলে এতে কম সময়েই অনেক কাজ করা যায়। তাই কম্পিউটারের গতি বাড়াতে চাইলে গিগাবাইটের এই এস এস ডি আপনার জন্য একটি ভাল সমাধান হতে পারে।২৫৬ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ মডেল এর বর্তমান মূল্য (এম আর পি) ৫,৩০০ টাকা এবং ৫১২ গিগাবাইট সমৃদ্ধ মডেল এর বর্তমান মূল্য ১০,৫০০ টাকা । আর এটি কিনলেই ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন একটি মানিব্যাগ।