গণিত অলিম্পিয়াডে স্বর্ণজয়ী দলকে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে আম্বার আইটি

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) স্বর্ণপদক জয়ী জাওয়াদ, দলের ৫ সদস্য এবং কোচকে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে ৫৯তম আইএমওতে স্বর্ণজয়কে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছে দেশের খ্যাতনামা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। প্রতিষ্ঠানটি আগামী এক বছর সম্পূর্ণ বিনা খরচে এই দলের সবাইকে উচ্চগতির (ব্রডব্যান্ড) ইন্টারনেট সেবা দেবে।

আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিম বলেন, এই অদম্য মেধাবী তরুণরা যেন নিরবছিন্নভাবে কোনও বাধা ছাড়াই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে এই মেধাবীদের বাসায় ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়েছে। আমরা আশা করছি ইন্টারনেট প্রাপ্তির এই সুযোগ কাজে লাগিয়ে তারা দেশের মুখ আরও উজ্জ্বল করবেন।

Share This:

*

*