গত সাত বছরে সংগঠন হিসেবে সাফল্য অর্জন করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। করোনাকালে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সবার আস্থা অর্জন করেছে ইক্যাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদ।
রাজধানীর গুলশানের একটি রেঁস্তোরায় সম্প্রতি অনুষ্ঠিত ‘ই-কমার্স গেট টুগেদার’ শীর্ষক এক অনুষ্ঠানে ইক্যাব সদস্য, ই-কমার্স উদ্যোক্তা, সহযোগী সংগঠনের নেতা এবং অংশীজনদের আলোচনায় এ বিষয়গুলো উঠে আসে। অনুষ্ঠানে অগ্রগামী প্যানেলের একটি ইশতেহার এর কথা জানান অগ্রগামী প্যানেলের প্রধান শমী কায়সার।
ফুডপ্যান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও এমডি আম্বারীন রেজার উপস্থাপনায় অগ্রগামী- প্যানেল এর খসড়া তুলে ধরেন সফল ই-কমার্স উদ্যোক্তা পেপারফ্লাই এর সিইও শাহরিয়ার হাসান। এতে ই-কমার্স ইকোসিস্টেমে উদ্যোক্তাদের ক্ষমতায়নকে গুরুত্ব দেয়ার বিষয়টি উঠে আসে।
করোনাকালে ইক্যাবের ভূমিকার কথা তুলে ধরে বেসিসের সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক সৈয়দ আলমাস কবির বলেন, কোভিডে ই-ক্যাব অনেক ভালো কাজ করেছে। সদস্যদের সমস্যার কথা শুনে তাদের পাশে দাঁড়িয়েছে। এই প্যানেলে যাদের দেখছি তাদের বেশিরভাগই অভিজ্ঞ। নতুনরা তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল। সবাই মিলে আমরা আইসিটি পরিবার। সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যেতে চাই।’
ইক্যুইটি ইনভেস্টমেন্টের ওপর গুরুত্ব দিয়ে মিনহা এর সহ-প্রতিষ্ঠাতা জেরিন ফারজান খান সংগঠনকে শক্তিশালী রাখার উপর জোর দেন। আলোহা ই-শপের স্বত্বাধিকারী আবু নাসের ই-ক্যাবকে আরো শক্তিশালী করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নে সামনের নেতৃত্ব অধিক নজর দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ই-ক্যাব উপদেষ্টা ইকবাল জামাল জুয়েল বলেন, ‘বর্তমান কার্যনির্বাহী কমিটি যেভাবে সংকট মোকাবিলা করেছে, তা সত্যি অনন্য। তাদের কাজে আমি ১০০-তে ৯০ দিবো। চাইবো তারা আরেকবার আসুক; কেননা, তারা এখন অভিজ্ঞ।’
অগ্রগামী প্যানেল ই-কমার্স খাতের প্রবৃদ্ধিতে গবেষণা ও উন্নয়ন সেল তৈরি করবে বলে প্রত্যাশা করেন স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রেজওয়ানা খান। ই-
ক্যাব সদস্য লিয়াকত হোসেন বলেন, ‘ব্যবসার ইকোসিস্টেম তৈরি করেছে এই প্যানেল। তারা সবাই সাংগঠনিকভাবে দক্ষ। বর্তমান কমিটি আজ ই-ক্যাবকে কোথায় নিয়ে গেছে তা আপনারা দেখেছেন। বৈশ্বিক মহামারির সময় ই-ক্যাব ছিলো সামনের সারিতে।’
এছাড়াও অনুষ্ঠানে আইসিটি সাংবাদিকদের সংগঠন টিএমজিবি’র সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং বিআইজিএফ এর সাধারণ সম্পাদক হাসান জাকির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অগ্রগামী প্যানেলের সব প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আব্দুল ওয়াহেদ তমাল।