ক্ষুদ্র উদ্যোক্তারে সহযোগিতা করার আশ্বাস -পলক

শুরু হলো ফেসবুক প্লাটফর্ম ভিত্তিক নতুন ফেসবুক মার্কেটেং “Shopup”।  “Shopup” মূলত ক্ষুদ্র মহিলা উদ্যোক্তদের জন্য যারা তাদের পণ্য ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের কাছে বিক্রয় করেন। সপফ্রন্ট সোস্যাল লিমিটেড এর মতে আনুমাণিক ৭,৫০০ উদ্যোক্তা ফেসবুক পেজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। ShopUp এর মাধ্যমে ক্রেতারা খুব সহজে কেবল Order বাটন প্রেস করে তাদের প্রয়োজনীয় অর্ডার দিতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এই উদ্যোগকে স্বাগত জানান এবং এধরণের নতুন উদ্যোক্তাদের কে সামগ্রীকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ প্রসঙ্গে তিনি ক্ষুদ্র উদ্যোক্তারে সহযোগিতা করার জন্য আইসিটি বিভাগ কর্তৃক গৃহীত পদক্ষেপ যেমন- কানেক্টিং স্টার্টআপ, ইনোভেশন ফান্ড ইত্যাদির কথা উল্লেখ করেন যাহার মাধ্যমে উদ্যোক্তাদেরকে নতুন নতুন জনকল্যাণমুলক আইডিয়া প্রদানকরণে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হয়।
“Shopup” বিষয়ক আরও বিস্তারিত জানতেঃ www.shopup.com.bd

Share This:

*

*