বাংলাদেশে ক্যাসপারস্কি এন্টিভাইরাসের ২০১৭ সংস্করন অবমুক্ত করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যসপারস্কি ল্যাব। নতুন সংস্করনে ক্যাসপারস্কি নিরাপত্তা বুদ্ধিমত্তার পরিচয় ঘটানো হয়েছে। বাংলাদেশে ক্যসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্রাক্টস সম্প্রতি ঢাকায় দুটি ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই হালনাগাত সংস্করনের ঘোষণা দেয়। ক্যাসপারস্কি ল্যাবের কর্মকর্তারাসহ দেশের পাঁচ শতাধিক বিক্রয় প্রতিনিধি এ অনুষ্ঠানে যোগ দেন। ক্যাসপারস্কি ২০১৭ সংস্করনে ক্যাসপারস্কির বিশেষায়িত বুদ্ধিমত্তা ভিত্তিক সেবা যোগ করা হয়েছে ব্যাবসায়িক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে।
ব্যাবসায়িক ও নিরাপত্তা বুদ্ধিমত্তার সমন্বয়ে যে পন্যটি তৈরী করা হয়েছে সেটি প্রচলিত সিকিউরিটি সফটওয়্যার থেকে ভিন্ন। দেশের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বলয় তৈরিতে অবদান রাখতে পারবে নতুন বছরের এই সংস্করন।