১০ অক্টোবর, ‘ইএমকে সেন্টার’ এ ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ এবং ‘বিডি জবস ডট কম’ এর যৌথ আয়োজনে বিকাল ৩:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত ‘ক্যারিয়ার ক্লিনিক’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ‘বিডি জবস ডট কম লিমিটেড’ এর সেলস এজিএম জনাব মোহাম্মদ আনামুল হাসান এনাম। তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে চাকুরির জন্য প্রফেশনাল সিভি তৈরির নিয়ম, ভাইভা বোর্ড এ একজন প্রার্থীর আচরণ, প্রফেশনাল এথিকস এবং ম্যানার প্রভৃতি বিষয়ে বাস্তব উদাহরনের মাধ্যমে আলোচনা করেন অংশগ্রহণকারীদের সাথে। এছাড়া অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জনাব এনাম। ওয়ার্কশপে মক ভাইভার মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে ভাইভা বোর্ডের মুখোমুখি হওয়ার কৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়।
ওয়ার্কশপে গেস্টঅবঅনার হিসেবে উপস্থিত ছিলেন, এলাইসিটির কম্পোনেন্ট টীম লিডার সামী আহমেদ।তিনি বলেন, চাকুরী পাওয়ার জন্য ডিগ্রী নয় স্কিল্স এর প্রয়োজন’।এ ছাড়া তিনি তরুন এবং ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য এল আই সিটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ইএমকে সেন্টার এর প্রধান আরেফ বলেন, ‘ইএমকেসেন্টারে যারা কাজ করে তাদের ডিগ্রী নয় বরং কাজের ব্যাপারে উৎসাহকেই প্রাধান্য দেয়া হয়’। আয়োজক হিসেবে ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ ও ‘স্পেস অ্যাপ্স বাংলাদেশ’ এর প্রধান জনাব আরিফুল হাসান অপু বলেন, ‘ছাত্রজীবন শেষ করে চাকুরি জীবনে প্রবেশের সময় আমাদের দেশের ছাত্ররা যেসব সমস্যার সম্মুখীন হয় সেসব সমস্যার সমাধান কিভাবে হতে পারে এই বিষয়ে বাস্তব ধারণা দেয়ার জন্যই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে’। তিনি জানান ছাত্রছাত্রীরা যেন কর্মজীবনে সহজে প্রবেশ করতে পারে এ লক্ষে ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ ভবিষ্যতে এধরনের অনুষ্ঠান আবারও করবে। তিনি মনে করেন এই ওয়ার্কশপ অংশগ্রহণকারীদের চাকুরির প্রস্তুতি গ্রহণে যথেষ্ট সহায়তা করবে।
এই ওয়ার্কশপ আয়োজনের সহযোগিতায় ছিল ‘স্পেস অ্যাপ্স বাংলাদেশ’ এবং ‘ইএমকে সেন্টার’।