স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে কোরশেয়ার ব্র্যান্ডের কার্বাইড সিরিজের ১০০আর মডেলের এন্ট্রি লেভেল মিডটাওয়ার গেমিং কেসিং। এতে রয়েছে টুল ফ্রি এক্সেস ডিজাইন,সাইড প্যানেল প্লেক্সিগ্লাস উইন্ডো এবং বাতাস চলাচলের পর্যাপ্ত সুবিধা। এক বছরের বিক্রয়োত্তর সেবা সহ মূল্য ৫০০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৫৫ ৬০৬২৮৯।