কোরশেয়ার ব্রান্ডের নতুন গেমিং র‌্যাম বাজারে

বাংলাদেশের বাজারে এই প্রথম স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ নিয়ে এসেছে কোরশেয়ার ব্রান্ডের ডমিনেটর প্ল্যাটিনাম সিরিজ এর ডিডিআরফোর গেমিং র‌্যাম। এক্সট্রিম ওভারক্লকিং এবং হার্ডকোর গেমিং এর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত এই র‌্যামটি ইন্টেল এর ১০০ সিরিজ সমর্থিত। র‌্যামটির গতি ৩২০০ মেগাহার্জ। ১৬ গিগাবাইট এর এই র‌্যাম এ রয়েছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়্যারেন্টি। মূল্য ১২,৫০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৩০৩১৭৭৮৭।

Share This:

*

*