কে এই তানভীর জোহা/ তানভীর হাসান জোহা ?

যুক্তরাষ্ট্রের ফেড়ারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের বাংলাদেশ ব্যাংক-এর একাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় ৮১ মিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে মর্মে প্রচার মাধ্যমে (প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া) সংবাদ প্রচারিত হয়েছে। এই ঘটনা পরবর্তী পরিস্থিতিতে প্রকাশিত ও প্রচারিত কিছু সংবাদ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) বিভাগের নজরে আসে এবং এই নজরেই উঠে আসে জনাব তানভীর জোহা/ তানভীর হাসান জোহা নামক এক ব্যক্তির নাম যাকে আইসিটি বিভাগের কর্মকর্তা বলে অভিহিত করা হচ্ছে।  সরকারের আইসিটি বিভাগ এই ঘটনাকে খুবই উদ্বেগজনক হিসেবে বিবেচনা করছে এবং এ বিষয়ে আইসিটি বিভাগ সংশ্লিষ্ট সকলকে সঠিক ও অর্থবহ তথ্য প্রদান করা যুক্তি-সংগত বলে মনে করছে।

প্রকৃতপক্ষে, এই অর্থ-পাচার/হ্যাকিং-এর ঘটনা অনুসন্ধানে আইসিটি বিভাগ কর্তৃক কোন তদন্ত কমিটি গঠিত হয়নি, এমনকি কোন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবেও আইসিটি বিভাগ কোন অনুসন্ধান কার্যক্রমে জড়িত নয়। জনাব তানভীর জোহা/ তানভীর হাসান জোহা নামের কোন ব্যক্তির সাথে আইসিটি বিভাগের কোন ধরণের সংশ্লিষ্টতা নেই এবং আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্ট বা সাইবার নিরাপত্তা বিভাগের ডাইরেক্টর(অপারেশন) হিসেবেও কর্মরত নন। এ ধরণের সংবাদে আইসিটি বিভাগ বিস্মিত। এই নামের কোন ব্যক্তির কর্মকান্ড দ্বারা কোন মহল বা প্রতিষ্ঠান প্রভাবিত বা প্ররোচিত বা প্রতারিত হলে তার দায়দায়িত্ব আইসিটি বিভাগ বহন করবে না।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে।

** উপরের তথ্যগুলো আইসিটি বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তি হিসেবে প্রেরন করা হয়েছে।

 

ছবি টেকশহর ডট কম থেকে নেওয়া।

 

 

Share This:

*

*