কুষ্টিয়ায় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড

গত ১১ই অক্টোবর মঙ্গলবার কুষ্টিয়ায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে আইটি পন্যে আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ২০তম শো-রুম। তথ্যপ্রযুক্তির সেবা,ব্যবহারকারীদের হাতের নাগালে এনে দিতে কুষ্টিয়ার এন.এস রোড এর হারুন মার্কেটের ২য় তলায় এই শাখাটি খোলা হয়।

শাখাটি উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের জিএম  সমীর কুমার দাশ ও কামরুজ্জামান। এছাড়াও  আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের ডিজিএম, এজিএম, ম্যানেজার সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ডিলারাও উপস্থিত ছিলেন। উদ্ভোধনী অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডেরউদ্দেশ্যে আদর্শএবংভবিষ্যৎপরিকল্পনা নিয়ে আলোচনা করাহয়। শাখাটি থেকে এখন গ্লোবাল ব্র্যান্ডের সব ধরনের পন্য নির্দিষ্ট ওয়ারেন্টি সহ কিনতে ও বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন ক্রেতারা। বিস্তারিত : ০১৯৬৯-৬৩৩১৮০, ০১৯৭৭৪৭৬৪২।

Share This:

*

*