কিনলেজবস বাংলাদেশের প্রথম ই-কমার্স জব সাইট। ই-কমার্স খাতের জবগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে কিনলেজবস ডট কম। এই সাইটে গত ৫০ দিনে মোট ১০৪টি জব পোস্ট হয় । বাংলাদেশের নামি দামি অনেক ই-কমার্স প্রতিষ্ঠান এখানে তাদের বিজ্ঞাপন দিয়েছেন এবং অনেকেই তাদের পছন্দমতো প্রার্থীকে খুঁজে পেয়ে নিয়োগ দিয়েছেন।
ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ বলেন, এই সেক্টরের সকলের কাছে কিনলেজবস এখন একটি অতি পরিচিত নাম। অল্প কিছুদিন আগে তাদের যাত্রা শুরু হলেও তারা বেশ গুছিয়ে উঠেছেন ও বহু মানুষের কাছে পৌছাতে পেরেছেন। এই সাইটের কারণে ই-কমার্স সেক্টরে যে দক্ষ লোকের চাহিদা রয়েছে ও সামনের দিনগুলোতে আরো বাড়বে তা সকলের কাছেই স্পষ্ট হয়ে উঠেছে। সামনে এই দিকে দক্ষ মানব শক্তির এক বিশাল বাজার হবে।
ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন যে সকল ক্ষেত্র তৈরি হয়েছে তার মধ্যে ই-কমার্স অন্যতম। আগামী কয়েক বছরে এই খাতে লাখো লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর কিনলেজবস ডট কমের মাধ্যমে চাকুরীর এই খবরগুলো সবার কাছে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস।
কিনলে জবসের প্রতিষ্ঠাতা সোহেল মৃধা বলেন, শুধুমাত্র ই-কমার্স সেক্টরের উন্নয়নের জন্য এই খাতে একটি আলাদা জব সাইটের পরিকল্পনা করি। আমরা আমাদের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। আমরা চাই একটি সুন্দর জব প্লাটফর্ম তৈরি করতে যাতে ই-কমার্স সেক্টরের সাথে জড়িত সকলের উপকার হয়।