স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে কিংস্টোন ব্রান্ডের হাইপারএক্স ফিউরি ডিডিআরফোর র্যাম। ইন্টেল এর ১০০ সিরিজ কিংবা এক্স৯৯ চিপসেট এর মাদারবোর্ড এর সর্বোচ্চ পারফর্মেন্স নিশ্চিত করতে অটোমেটিক ওভারক্লকিং এর মাধ্যমে এই র্যাম সর্বোচ্চ ২৬৬৬ মেগাহার্জ ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। দ্রুত গতিতে ভিডিও এডিটিং, থ্রিডি, রেন্ডারিং, গেমিং এবং উচ্চ পর্যায়ের গ্রাফিক্স প্রসেসিংয়ে ইন্টেল এর ২, ৪, ৬ এবং ৮ কোরের প্রসেসর এর সর্বোচ্চ পারফর্মেন্স নিশ্চিত করে এই র্যাম। এর অন্যতম বড় গুন হচ্ছে ডিডিআরথ্রি এর চেয়ে ১.২ ভোল্ট লোয়ার পাওয়ার কনজাম্পশন। তাছাড়াও, বিশেষ অপ্রতিসম ডিজাইনের কারনে অন্যান্য র্যামের তুলনায় এই র্যাম কম তাপ উৎপন্ন করে। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ ২৪০০ মেগাহার্জের এই র্যামটির ৪ জিবি ও ৮ জিবি’র মূল্য যথাক্রমে ২০৫০ টাকা এবং ৩৪৫০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭৮৭।