কাল থেকে শুরু ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্দ্যেগে  চার দিন ব্যাপী দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি বিষয়ক মেলা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭।  আগামীকাল বিআইসিসির হল  অফ ফ্রেমে এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ইমরান আহমেদ, এমপি।  ডিজিটাল ওয়াল্র্ডের চমক হিসেবে থাকছে রোবট সোফিয়া।  সোফিয়অ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবার পাশাপাশি বেলা আড়াইটায় হল অব ফেমে ‘টেক টক উইথ সোফিয়া’ নামের একটি বিশেষ অনুষ্ঠানে সবার সাথে আলাপ আলোচনায় মেতে উঠবে।  থাকবেন তার নির্মাতা ডেভিড হ্যানসন।  তবে এ আলোচনায়ও যোগ দেবেন জুনাইদ আহমেদ পলক।  তিনি সোফিয়ার সাথে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রযাত্রার নানান বিষয়ে কথা বলবেন।  তবে সোফিয়ার সাথে কথা বলতে হলে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ডের জন্য যারা www.digitalworld.org.bd এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করেছেন, এবং মোবাইলের এসএমএসের মাধ্যমে Attend Code পেয়েছেন, শুধু তারা https://www.digitalworld.org.bd/event/details/31 এই পেইজে গিয়ে Attend Code টি দিয়ে সোফিয়ার সেশনের জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার পর মোবাইলে আবারও একটি এসএমএস পাবেন। এই অনুষ্ঠানের সর্বচ্চো দুই হাজার মানুষ অংশ নিতে পারবেন। যারা এখনও ডিজিটাল ওয়ার্ল্ডের জন্য নিবন্ধন করেননি তারা https://www.digitalworld.org.bd/signup এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করে নিতে পারেন। একটি মোবাইল নাম্বার দিয়ে শুধু একজনই নিবন্ধন করতে পারবেন।  মেলায় কোনো প্রবেশ ফি নেই।  মেলা প্রাঙ্গনেও রেজিষ্ট্রেশন করা যাবে।  মেলা চলবে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলা শেষ হবে ৯ ডিসেম্বর।

Share This:

*

*