কর্সেয়ারের শীর্ষ পার্টনারদের সম্মানিত করলো স্মার্ট

১৬ মার্চ ২০২১ তারিখে কর্সেয়ার ব্রান্ডের পন্যের সফল পার্টনারদের নিয়ে কক্সবাজারের ওশেন প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘কর্সেয়ার চ্যাম্পস এক্সারশন ২০২১’। স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: আয়োজিত উক্ত অনুষ্ঠানে শীর্ষ পার্টনারদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আবদুল হান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্সেয়ার ভারত এর রিজিওনাল সেলস ম্যানেজার দীনানাধ মানি তিওয়ারি

Share This:

*

*