কয়েক বছর ধরে বাংলাদেশ অনলাইন লেনদেনও বেড়েছে। ধীরে ধীরে ব্যাংকিং, লজিস্টিক কমিউনিকেশন এবং পেমেন্ট মেথডের উন্নতির হাত ধরে ই-বিজনেস সেক্টরটির উন্নয়নের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্র বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রটি ইন্টারনেট পেমেন্ট সিস্টেম ব্যবহার করছে। গ্রাহকদের কাছে এখন ক্রেডিট ও ডেবিট কার্ড সেবা এবং ডিজিটাল ওয়ালেট আরও বেশি সহজলভ্য হওয়ায় ক্যাশ অন ডেলিভারির পরিসরও বাড়ছে। লকডাউনের পর লোকজন এগুলোর প্রতি আরও বেশি ঝুঁকছে। বর্তমানে এ ধরনের সেবা কারও কাছেই অপরিচিত নয়।
ই-কমার্সে আগমন প্রসঙ্গে জানতে চাইলে নতুন প্রতিষ্ঠান বি৭১বিডি ডট কমের প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান মৃধা বলেন, দেশে তথ্য প্রযুক্তির সুবিধা শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত হওয়ায় ই-কমার্স সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। অনলাইন শপে ক্রেতা ও বিক্রেতার মাঝে কোনও মধ্যস্বত্বভোগী নেই। এ কারণে ই-কমার্স নির্ভর আগামী গড়ার প্রত্যয়ে স্মার্ট জীবনের লক্ষ্য হিসেবে ভবিষ্যতের ক্রেতারা ই-কমার্সকে বেছে নেবেন। এজন্যই ই-কমার্সে আসা। তিনি বলেন, ই-কমার্স নিয়ে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। সে আগ্রহই মূলত একটি ই-কমার্স’র মূল উপজীব্য। তাই প্রতিযোগিতার ভিড়ে পণ্যের দাম, মান, পণ্য বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করা, ক্রেতাদের ভালো ভালো রিভিউ এবং সময়ে সময়ে ক্রেতাদের বিশেষ সুবিধার কথা ভেবে পণ্যের ওপর বিশেষ ছাড় দেওয়ার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করাই হবে আমাদের প্রতিষ্ঠানের মূল হাতিয়ার ও কৌশল। তিনি মনে করেন, ই-কমার্সে ক্রেতা আনার চেয়ে ধরে রাখাই বড় কঠিন। এ প্রসঙ্গে বি৭১বিডি ডট কমের কৌশল হলো প্রায় সব পণ্যেরই দাম ও মানের তারতম্য থাকে। বাজারে একটি পণ্য আসার কিছুদিন পর অন্য কোম্পানি বা ব্র্যান্ডের নতুন পণ্য নতুন নতুন সুযোগ-সুবিধা নিয়ে বাজারে হাজির হয়। সময়ে সময়ে বাজারে একই পণ্য বা উপকরণের ওপর আরও অনেক ভেরিয়েশন তৈরির বিষয়টি ক্রেতাদের জানানো প্রয়োজন। ক্রেতাদের সেসব পণ্যের উপকারিতা এবং উপযোগিতা সম্পর্কে সচেতন করার মাধ্যমে তাদের ধরে রাখার পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান মৃধা বলেন, আমরা ক্রেতা ধরে রাখার চেষ্টাই করবো।