কম্পিউটার সোর্স দিচ্ছে স্টান্ডার্ড ব্যাংক কার্ড ব্যবহারকারীদের কিস্তি সুবিধা

কম্পিউটার সোর্স পরিবেশিত প্রযুক্তি পণ্যে সুদমুক্ত কিস্তি সুবিধা পেতে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা। বুধবার এ বিষয়ে কম্পিউটার সোর্স ও স্টান্ডার্ড ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।  মতিঝিল ইসলাম চেম্বারের স্টান্ডার্ড ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর হেড অব কার্ড শরীফ জহিরুল ইসলাম সই করেন। এসময় অন্যান্যের মধ্যে কম্পিউটার সোর্স এর সিএফও মুহাম্মদ আল আমিন এবং স্টান্ডার্ড ব্যাংকের হেড অব আইটি মোশাররফ হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে ৬ মাস, ৯ মাস ও ১২ মাসের সুদমুক্ত কিস্তিতে ঢাকা ও দেশজুড়ে ছড়িয়ে থাকা কম্পিউটার সোর্স এর যেকোনো আউটলেট থেকে পছন্দের ব্র্যান্ডের ল্যাপটপ, কম্পিউটার, আইফোন, আইম্যাক, সিম যুক্ত আইপড সহ প্রয়োজনীয় প্রযুক্তি পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন স্ট্যান্ডার্ড ব্যাংকের কার্ড ব্যবহারকারী। প্রযুক্তি পণ্য ও সেবা গ্রহণে কম্পিউটার সোর্স থেকে ইতিমধ্যে একই ধরনের সুবিধা ভোগ করছেন ইবিএল, ব্র্যাক, স্টান্ডার্ড চার্টাড, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা, সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা।

 

 

 

 

Share This:

*

*