ওয়ারেন্টি বাড়ল লেনোভোর ল্যাপটপে

বিশ্বখ্যাত লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড ক্রেতাদের জন্য নিয়ে এল অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি অফার । এখন থেকে লেনোভোর পণ্য ক্রয়ে অর্থাৎ বর্তমান এক বছরের ওয়ারেন্টির সাথে আরও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি যোগ হয়ে মোট ২ বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এই অফার উপভোগ করার জন্য ক্রেতাকে লেনোভো ল্যাপটপটি কেনার সাত দিনের মধ্যে www.lenovopromo.net এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন  করতে হবে ।১-লা মার্চ ,২০১৬ থেকে ৩১-শে মার্চ,২০১৬ এর মধ্যে ক্রয়কৃত লেনোভো ল্যাপটপের জন্য এই অফার প্রযোজ্য এবং রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে ১-লা মার্চ,২০১৬ থেকে ১৫-ই এপ্রিল,২০১৬  পর্যন্ত ।  শুধুমাত্র এন্ড ইউজারের  ক্ষেত্রেই এই  অফার প্রযোজ্য , কোন কর্পোরেট ইউজার এই অফারের আওতাভুক্ত নয় । অনুমোদিত পরিবেশক দ্বারা আমদানিকৃত নোটবুক এর ক্ষেত্রেই এই অফার কার্যকর থাকবে । যে মডেল গুলোর জন্য এই অফার প্রযোজ্য সেগুলো হচ্ছে : G4045, G4030, G4080, G5080, IP100, IP300, Yoga 500, Y5070, Yoga 3Pro, Z5170  |বিস্তারিত –  ০১৯৭৭৪৭৬৫০১।

Share This:

*

*