গ্রামীণ ফোনের লাইফস্টাইল অ্যাপ্লকিশেন, ওয়াওবক্স বাংলা নবর্বষ ১৪২৪-কে সামনে রখেে চালু করতে যাচ্ছে অভনিব একটি ক্যাম্পইেন। স্যামসাং মোবাইল বাংলাদশেকে সঙ্গে নিয়ে বাংলা নবর্বষ উদযাপনে ‘ক্লিকস্টার’ র্শীষক ফটোগ্রাফি ক্যাম্পইেন আয়োজন করতে যাচ্ছে ওয়াওবক্স। ক্যাম্পইেনে অংশ নিতে নিজেদের তোলা ছবি ওয়াওবক্সরে মাধ্যমে আপলোড বা জমা দিতে হবে। ক্যাম্পইেনে অংশগ্রহণকারীদরে মধ্য থেকে সেরা ১০ জনকে আর্কষণীয় পুরস্কার হিসেবে দেয়া হবে স্যামসাং-এর বিভিন্ন মডেলর হ্যান্ডসেট।
এছাড়া বাংলা নবর্বষ উদযাপনে পুরো বৈশাখ মাস জুড়ে বিভিন্ন র্শীষস্থানীয় ব্র্যান্ডরে পণ্য ক্রয়ে ছাড় ও অফার উপভোগ করতে পারবেন ওয়াওবক্স ব্যবহারকারীরা। উক্ত ক্যাম্পইেনরে আওতায় র্শীষস্থানীয় কয়কেটি ফ্যাশন আউটলেট ও রেষ্টুরেন্ট ও রয়ছে।