নতুন স্মার্টফোন সিগনেচার উদ্বোধন করলো ওকাপিয়া মোবাইল। রাজধানীর উত্তরায় নিজেদের করপোরেট অফিসে ফোনটির উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।
মেটালিক বডির সিগনেচার ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের ১.৩ গিগাহার্টজ কোয়াড কোরপ্রসেসর, ওয়াই-ফাই, জিপিএস ও পাঁচ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ২.৫ডি মাপের বাঁকানো গ্লাস। ফোনটিতে রয়েছে উন্নত ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২ জিবি র্যামের এই ফোনটিতে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। আধুনিক প্রযুক্তির জেসচার কন্ট্রোল দেয়া হয়েছে ফোনটিতে। এর মাধ্যমে পছন্দের অ্যাপটি ইশারার মাধ্যমে খুলতে পারবেন গ্রাহক। সাথে আছে ২১০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।
সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) ওকাপিয়া গোল্ড ব্যবহার করা হয়েছে সিগনেচার স্মার্টফোনটিতে। পাশাপাশি বসে তথ্য আদান-প্রদানের জন্য আছে অত্যাধুনিক হট-নট এবং ওটিজি সমর্থনযোগ্য ফিচার। অন্য ডিভাইস বা পেনড্রাইভ স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে অন দ্যা গো (ওটিজি) ফিচার। এছাড়া, বিল্ট-ইন হট-নট অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই ছবি, গান, ভিডিও কিংবা অন্য কোনো ফাইল আদান-প্রদান করতে পারবেন।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ওকাপিয়া ‘সিগনেচার’ স্মার্টফোনটির দাম ৯,৯৯০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. তোফাজ্জল হোসেন বলেন, সাশ্রয়ী মূল্যে এ নির্দিষ্ট দামের মধ্যে গ্রাহকরা আকর্ষণীয় সিগনেচার স্মার্টফোনটিতে তাদের চাহিদার সবকিছুই পাবেন। প্রযুক্তি যে কতদূর এগিয়েছে আর এটা যে মানুষের জীবনকে কতো সহজ করে দিচ্ছে এ স্মার্টফোনটিই তার প্রমাণ।